তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

গ্রেফতার মাদ্রাসা শিক্ষক
গ্রেফতার মাদ্রাসা শিক্ষক  © সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কাজী আসাদ (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) উপজেলার কচুয়া পৌরসভাধীন কাজী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভাধীন হাট কচুয়া গ্রামের কাজী বাড়ির মৃত কাজী আবদুল ওয়াদুদ এর ছেলে। এর আগে ধর্ষণের শিকার ছাত্রীর মা কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক কাজী আসাদ আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। ধর্ষণের শিকার ছাত্রী হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসায় আবাসিক থাকাকালীন ১৩ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় শিশুটি খাবার পানি আনার জন্য প্রতিষ্ঠানের নীচ তলায় গেলে কাজী আসাদ তার কক্ষে ডেকে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি ছাত্রী তার সহপাঠী ও পরিবারকে  জানালে তার মা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রানা জানান, শিশুর শারীরিক অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে শিশুটির মা সালমা বেগম জানান, তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ৭ দিন চিকিৎসা করানো হয়েছে। 

এ বিষয়ে কচুয়া থানার ওসি (তদন্ত) মো. জিয়াউল হক বলেন, শিশু ধর্ষণের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে কচুয়া থানাধীন হাটকচুয়া এলাকা থেকে মামলায় অভিযুক্ত ধর্ষণকারী কাজী আসাদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ