আউট দেওয়ায় স্টাম্প ভাঙলেন ভারতীয় নারী দলের অধিনায়ক

হারমনপ্রীত কাউর ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করছেন
হারমনপ্রীত কাউর ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করছেন  © ভিডিও থেকে সংগৃহীত

আগের দুই ম্যাচ দুটি দল জেতায় শেষ ম্যাচ রূপ নিয়েছিলো অঘোষিত ফাইনালে। মিরপুরে অঘোষিত ফাইনালে দারুণ উত্তাপ ছড়িয়েছে দুই দল। নারী ক্রিকেটে নবমবারের মতো টাই হয়েছে ম্যাচ। এতে করে তিন ম্যাচ সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। সিরিজ ভাগাভাগি করে নিয়েছে ভারত ও বাংলাদেশ নারী দল।

এই ম্যাচে ভারতীয় নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কাউর ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। বিষয়টি নিয়ে 

ঘটনা ম্যাচের ৩৪তম ওভারের। নাহিদা  আক্তারের ফুল লেনথ বলটা লাইনে পড়েছিল। সুইপ করে মিস করেন হারমনপ্রীত। আম্পায়ার এলবিডব্লিউ দিয়ে আউট দেন। তাতেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। অথচ লেগ স্পিনার নাহিদার বলটি পরিষ্কার লাইনে ছিল। 

ওই আউটের ঘটনায় ভারতীয় মিডল অর্ডার ব্যাটার প্রথমে ব্যাটে ঘুসি মারেন, এরপর গায়ের জোরে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। মাঠ ছাড়ার সময় আম্পায়ারকে ইঙ্গিত করে কিছু বলতেও দেখা গেছে। ছাড় দেননি দর্শকদেরও। 

ম্যাচ শেষে হারমনপ্রীত কাউর বলেছেন, ‘আমার মনে হয় সিরিজটা আমাদের জন্য বড় শিক্ষনীয়। ক্রিকেটের বাইরে, যে ধরনের আম্পায়ারিং হয়েছে তা আমাকে খুবই বিস্মিত করেছে। পরে যখন আমরা বাংলাদেশে আসবো, এই ধরনের বিষয় মোকাবিলা করার বিষয়টি নিশ্চিত হয়েই আসবো, সেই অনুযায়ী প্রস্তুতিও নেব।’


সর্বশেষ সংবাদ