এশিয়া কাপের শীর্ষ ১০ পারফর্মারে নেই বাংলাদেশের কেউ

কোহলি-রিজওয়ান
কোহলি-রিজওয়ান  © সংগৃহীত

এশিয়া কাপ ফাইনালে কাল শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরেছে পাকিস্তান। শ্রীলঙ্কার ১৭০ রান তাড়া করতে নেমে ১৪৭ রানে অল-আউট হয় পাকিস্তান। নাটকীটায় ভরা ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে এশিয়ার সেরা দলের শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের এবারের আসরে পুরো দেখিয়েছে ফাইনালের দুই দলই। তবে ব্যক্তিগত পারফর্মেন্সের বিবেচনায় ফাইনাল খেলতে না পারা দলেরও ক্রিকেটার রয়েছে ব্যাটে বলে সেরা ৫ পারফর্মারের তালিকায়।

ব্যাটিংয়ে সেরা পাঁচ

১. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): ৬ ম্যাচে ৩ ফিফটিতে ২৮১, সর্বোচ্চ ৭৮*

২. বিরাট কোহলি (ভারত): ৫ ম্যাচে ১ সেঞ্চুরি, ২ ফিফটিতে ২৭৬, সর্বোচ্চ ১২২*

৩. ইব্রাহিম জাদরান (আফগানিস্তান): ৫ ম্যাচে এক ফিফটিতে ১৯৬, সর্বোচ্চ ৬৪*

৪. ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে এক ফিফটিতে ১৯১, সর্বোচ্চ ৭১*

৫. পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে ২ ফিফটিতে ১৭৩, সর্বোচ্চ ৫৫*

আরও পড়ুন: কালা চশমা’ গানে বাংলাদেশ লিজেন্ডদের নাচ (ভিডিও)

বোলিংয়ে সেরা পাঁচ

১. ভুবনেশ্বর কুমার (ভারত): ৫ ম্যাচে ১১ উইকেট, ৬.০৬ ইকোনমি, সেরা ৫/৪

২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে ৯ উইকেট, ৭.৩৯ ইকোনমি, সেরা ৩/২১

৩. মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান): ৬ ম্যাচে ৮ উইকেট, ৫.৮৯ ইকোনমি, সেরা ৩/৫

৪. শাদাব খান (পাকিস্তান): ৫ ম্যাচে ৮ উইকেট, ৬.০৫ ইকোনমি, সেরা ৪/৮

৫. হারিস রউফ (পাকিস্তান): ৬ ম্যাচে ৮ উইকেট, ৭.৬৫ ইকোনমি, সেরা ৩/২৯।


সর্বশেষ সংবাদ