ফার্স্ট নয়, আত্মহত্যা করা হলিক্রস ছাত্রী ৩২তম ছিলেন

হলিক্রস কলেজ
হলিক্রস কলেজ   © সংগৃহীত

রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহা তার ক্লাসে ফার্স্ট গার্ল নয়, বরং ২৭তম ছিলেন বলে জানিয়েছেন কলেজটির সিনিয়র সিনিয়র শিক্ষক শিখা রায়।

বুধবার (২৪ আগস্ট) কলেজের অধ্যক্ষের পক্ষে গণমাধ্যমকর্মী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন সিনিয়র শিক্ষক শিখা রায়। এ সময় তিনি দাবি করেন পারপিতার মৃত্যুর ঘটনায় গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন সঠিক নয়।

তিনি জানান, ‘যে ঘটনা ঘটেছে, সেটা আসলেই দুঃখজনক। তবে গণমাধ্যমে বলা হচ্ছে ফাইহা নবম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিল, যা সঠিক নয়। সে হলিক্রস কলেজে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। সপ্তম শ্রেণির পরীক্ষায় সে ২৭তম স্থান অর্জন করে। এরপর করোনার কারণে আমরা সব পরীক্ষা নিইনি। অষ্টম শ্রেণিতে সে পরীক্ষায় ৩২তম স্থান করে। সে প্রথম স্থানে কখনোই আসেনি।’

তিনি আরও জানান, ‘যে অভিযোগটি উঠেছে, তা আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তারপর ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে পারপিতার একাধিক সহপাঠী অভিযোগ করেছেন, ‘উচ্চতর গণিতে ফেল করার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন পারপিতা। এ বছর প্রথম সাময়িক পরীক্ষায় উচ্চতর গণিতে সি ও ডি শাখার ১০২ জনের মধ্যে ৩৫ জন ফেল করেছে। আর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল করেছে ৫৫ জন। দুই পরীক্ষায়ই পারপিতা ফেল করে। কারণ সে গণিত শিক্ষক শোভন রোজারিওর কাছে প্রাইভেট পড়েনি।’

তবে এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শোভন রোজারিওকে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি তিনি।  

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ছাত্রীর পরিবার মরদেহ দাফন করতে গ্রামের বাড়ি নোয়াখালী গেছে। 

আরও পড়ুন : বিয়ের ভয়ে পালিয়ে সেই বিয়েই করলেন সুকন্যা

এদিকে পারপিতা ফাইহার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) একটি তদন্ত কমিটি গঠন করেছে। ডিআইএ পরিচালক অধ্যাপক অলিউল্লাহ্ মো. আজমতগীর এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ‘হলিক্রস কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ডিআইএর উপ-পরিচালক ড. রেহানা খাতুনকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আরেক সদস্য হলেন শিক্ষা পরিদর্শক মো. দেলোয়ার হোসেন।’

এর আগে, রাজধানীর মঙ্গলবার বিকালে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন রোডের নন্দন রোকেয়া নামের ১২ তলা ভবন থেকে লাফিয়ে পড়েন নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহা (১৪)। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। সে সময় অভিযোগ উঠে পরীক্ষায় ফেলের অপমান সইতে না পেরে এমন ঘটনা ঘটিয়েছেন পারপিতা। 


সর্বশেষ সংবাদ