নারী শিক্ষার ইতিহাসে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় দীপ্ত নক্ষত্র
- এস আলী দুর্জয়, রাজশাহী
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৫১ PM
রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়। নারীশিক্ষার অগ্রযাত্রায় দেড় শতাব্দীরও বেশি সময় ধরে মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি। এটি শুধু একটি বিদ্যালয় নয়; বরং নারীশিক্ষার মুক্তির ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।
১৮৬৮ সালে, নাটোরের দিঘাপাতিয়ার প্রখ্যাত রাজা প্রমথনাথ রায় নারীদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান উদ্যোগে রাজশাহীতে এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৬ হাজার রুপি দান করেন। তার উদারতায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয় প্রথমে পরিচিতি পায় ‘রাজা পিএন রায় বালিকা বিদ্যালয়’ নামে। ব্রিটিশ আমলে এই প্রতিষ্ঠানটি নারীশিক্ষার প্রসারে এক দৃষ্টান্ত হয়ে ওঠে।
বিদ্যালয়টির শিক্ষক
বিদ্যালয়ের নামকরণ একটি বিশেষ বৈশিষ্ট্য বহন করে। রাজা প্রমথনাথের নামের প্রথম দুটি অক্ষর, ‘প্রমথ’ থেকে ‘পি’ এবং ‘নাথ’ থেকে ‘এন’ নিয়ে ব্রিটিশরা স্কুলটির নাম রাখে ‘পিএন গার্লস হাইস্কুল’। এই সংক্ষিপ্ত নাম দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও অনেকের কাছে এর পূর্ণ অর্থ অজানা ছিল।
প্রথমদিকে, এটি একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ছিল। ১৯২৮ সালে এটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় এবং এর নাম পরিবর্তিত হয়ে হয় ‘পিএন বালিকা উচ্চ বিদ্যালয়’। ১৯৬০ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হলে এর নামের আগে ‘সরকারি’ শব্দটি যুক্ত হয়।
যদিও বিদ্যালয়ের ভিত্তি স্থাপনের পেছনে রাজা প্রমথনাথ রায়ের অবদান অমূল্য, তবে তার নামটি দীর্ঘদিন পর্যন্ত একপ্রকার আড়ালে ছিল। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অনেকেই এই নাম সম্পর্কে জানত না। এটি শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে নয়, রাজশাহীর ইতিহাসেও একসময় গুরুত্বহীন ছিল।
২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে একটি নির্দেশনা জারি করা হয় যে, দেশের সব সংক্ষিপ্ত নামযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার করতে হবে। এই নির্দেশনার আলোকে বিদ্যালয়ের পূর্ণ নাম ‘সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়’ হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। বর্তমানে সাইনবোর্ড, প্যাড, সিলসহ সব জায়গায় এই পূর্ণ নাম ব্যবহৃত হচ্ছে।
বিদ্যালয় পিটি করছে শিক্ষার্থীরা
সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয় আজও রাজশাহীর অভিভাবকদের কাছে একটি অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। এটি শুধু একাডেমিক শিক্ষায় নয়, বরং নৈতিকতা ও নেতৃত্বের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবল শহরের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করছে। প্রতিষ্ঠানটির সাফল্যের ঝুড়িতে রয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২২ -এর দেশসেরা স্কুল নির্বাচিত হয়েছে সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়।
এই স্কুলে লেখাপড়া করেছেন হাজারো মেধাবী, যারা আজ দেশবিদেশের নামী দামী প্রতিষ্ঠানে কর্মরত। এ স্কুলের শিক্ষার্থী ছিলেন বিখ্যাত লেখিকা, বাংলা একাডেমীর সাবেক পরিচালক এবং শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিরিন সুফিয়া বেগম, তত্বাবধায় সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সুফিয়া রহমান, মুক্তিযোদ্ধা, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী জিনাতুন নেসা তালুকদারসহ অগণিত প্রতিভাবান মেধাবী ছাত্রী।
সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয় শুধু রাজশাহীর গর্ব নয়, এটি দেশের নারীশিক্ষার একটি আলোকবর্তিকা। ঐতিহ্য এবং শিক্ষার উৎকর্ষের মাধ্যমে স্কুলটি প্রজন্মের পর প্রজন্মে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।