ফুলের স্বর্গরাজ্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস
- বাউবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৬ PM
ঋতু পরিক্রমায় এখন চলছে শীতকাল। শীতের সকালে কুয়াশার চাদরে মুড়িয়ে থাকা এক ফালি মিষ্টি রোদ এনে দেয় প্রশান্তির ছায়া। এ মানসিক প্রশান্তিকে আরো দ্বিগুণ করে তুলেছে ফুলে ফুলে শোভিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মূল ক্যাম্পাস। ঢাকা শহরের অদূরে গাজীপুরের বোর্ড বাজারে ৩৫ একরের জায়গা জুড়ে অবস্থিত বাউবির মূল ক্যাম্পাস যেন সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি।
লাল, নীল, হলুদ, সাদা, গোলাপীসহ নানান রঙের ফুলের সুবাস আর সৌন্দর্যে ছেয়ে গেছে বাউবি ক্যাম্পাস। এসব ফুলের মধ্যে রয়েছে গাদা (ইনকা), সালভিয়া, পিটুনিয়া, ছোট গাদা, গমফ্রেনা, সেলোশিয়া, ডালিয়া, ডায়ানথাস, পারুল, হলিহক, চন্দ্রমল্লিকা, গোলাপ, সূর্যমুখি, কসমস, জিনিয়া, নয়নতারা, স্নোবল, এস্টার, কারনেশান, দোপাটি, বাগানবিলাসসহ প্রায় ২৫ থেকে ৩০ প্রজাতির ফুল।
প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে শুরু করে প্রশাসনিক ভবন, শহীদ মিনার, ভিসি চত্বর, মিডিয়া বিভাগের সামনে পর্যন্ত এসব ফুল গাছ লাগানো হয়েছে।
এসব ফুলের নয়নাভিরাম সৌন্দর্য ও সুবাসে মুগ্ধ সবাই। প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের এই সৌন্দর্য দারুণ ভাবে উপভোগ করছেন। এমনকি ফুলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরাও ছুটে আসছেন বাউবির মূল ক্যাম্পাসে।
রবিউল ইসলাম নামে সিএসই প্রোগ্রামের এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'নানা প্রজাতির ফুলের এই সৌন্দর্য শুধু ক্যাম্পাসের সৌন্দর্যকে বৃদ্ধি করছে না, এটি শিক্ষার্থীদের হৃদয়ে নান্দনিকতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার বীজ বপন করে দিচ্ছে। এটি সত্যিই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম সুন্দর একটি ক্যাম্পাস।'
শাহীন বিনতে সায়মা নামে আরেক শিক্ষার্থী বলেন, 'বিভিন্ন বাহারি ফুলের সমাহার ও ফলের গাছ ক্যাম্পাসকে আরো বেশি সুন্দর করে তুলেছে। ক্যাম্পাস জুড়ে ফুটে থাকা নানা রঙের ফুল এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, মানসিক প্রশান্তি এনে দেয়।'