শিক্ষক সংকটে ধুঁকছে বাউবি আইন প্রোগ্রাম

বাউবির আইন প্রোগ্রাম
বাউবির আইন প্রোগ্রাম  © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন প্রোগ্রামে চলছে শিক্ষক সংকট। বর্তমানে আইন প্রোগ্রামে একজন অধ্যাপক, দুজন প্রভাষকসহ মোট তিনজন শিক্ষক রয়েছেন। মাত্র তিনজন শিক্ষক দিয়ে আইন প্রোগ্রাম চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীরাও নানা রকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মূলত গেস্ট টিচার দিয়েই ৯০ শতাংশ ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা অধিকাংশ গেস্ট টিচারদের ক্লাস নেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের গাফিলতির অভিযোগ করছেন। তারা এ সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করেছেন।

আইন প্রোগ্রামের ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহিন ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একটি পাবলিক ইউনিভার্সিটিতে আইন প্রোগ্রামে মাত্র তিনজন শিক্ষক দিয়ে প্রোগ্রাম রান করা কঠিন হয়ে যায়। এত কম শিক্ষক থাকায় আমরা শিক্ষার্থীরা একদিকে যেমন বৈষম্যের শিকার হচ্ছি, অন্যদিকে আইন শিক্ষা নিয়ে হতাশায় ভুগছি। নিয়মিত ক্লাসের পাশাপাশি আমরা মুট কোর্ট, ডিবেটিং ক্লাব, প্রেজেন্টেশন ইত্যাদি সমস্যায় জর্জরিত। তাই শিগগিরই নতুন শিক্ষক নিয়োগ করে অনতিবিলম্বে এ সমস্যার সমাধানে কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।’

উল্লেখ্য; বাউবিতে ৪ বছর মেয়াদি এলএল.বি (সম্মান) ও এলএল.এম প্রোগ্রাম চালু রয়েছে রয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য সেকশন এ (রবি-বুধ) ব্যাচ এবং অনিয়মিত, পেশাজীবী শিক্ষার্থীদের জন্য সেকশন বি (শুক্র-শনি) ব্যাচ রয়েছে।


সর্বশেষ সংবাদ