মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

তোমিকো ইতুকা
তোমিকো ইতুকা  © সংগৃহীত

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা। তার বয়স হয়েছিল ১১৬ বছর। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড স্বীকৃত ছিলেন ইতুকা। 

বিবিসি জানায়, এই জাপানি নারীর মৃত্যু হয়েছে হিয়োগো প্রিফেকচারের আশিয়া শহরের একটি নার্সিং হোমে। ইতুকার জন্ম ১৯০৮ সালের মে মাসে। প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে জন্মেছিলেন তিনি।

ইতুকা বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি কি না, তা যাচাই করা হয়েছিল গেল সেপ্টেম্বরে। এরপর প্রবীণ দিবসে তার হাতে গিনেস রেকর্ডসের সনদ তুলে দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা জানাতে দিবসটিতে জাপানে সরকারি ছুটি দেওয়া হয়।

তোমিকো উতুকা দীর্ঘ জীবনে অত্যন্ত সক্রিয়ভাবে কাটিয়েছেন। কৈশোরে ভলিবল খেলতেন এবং ৩ হাজার ৬৭ মিটারের অনটেক বা কিসো অনটেক পর্বত আরোহণ করেন দুবার।

আরও পড়ুন: সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছেন এরদোয়ান

ইতুকা ২০ বছর বয়সে বিয়ে করে, তার দুটি ছেলে ও দুটি মেয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বামীর টেক্সটাইল কারখানা দেখভাল করতেন ইতুকা। ১৯৭৯ সালে স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই থাকতেন।  

আশিয়ার মেয়র রিওসুকে তাকাশিমা এক বিবৃতিতে বলেন, ‘তোমিকো ইতুকা তার দীর্ঘ জীবনে আমাদের আশা ও সাহস জুগিয়েছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ 

পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ইতুকার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাপানি কর্মকর্তারা।