ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চ জিপিএ-৫ সৈয়দ নজরুল কলেজে

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ  © টিডিসি ফটো

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৭৮ হাজার ৯২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৬৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪০ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলে এ তথ্য জনা যায়। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই বোর্ডে ফলাফলের দিক দিয়ে জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যায় শীর্ষস্থানে রয়েছে নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। এ কলেজ থেকে এক হাজার ২৭২ জন শিক্ষার্থীর মধ্য পাস করেছেন এক হাজার ২৪২ জন। 

কলেজের পাসের হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। এর মধ্যে জিপিএ–৫ পেয়েছেন ৭৪০ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০ জন, মানবিক বিভাগ থেকে ২০৭ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৫১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে ৯৯৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫৬ জন। আনন্দমোহন কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৬৪ জন। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৪৬ জন। আর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১৪ জন।

আরো পড়ুন: এবারও মেয়েরা জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে

এ বছর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৭৮ হাজার ৯২০ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৭৭ হাজার ৬২১ জন।  এর মধ্যে পাসকৃত পরিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৬৯ জন। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ২ হাজার ১০৯ এবং ছাত্রীর সংখ্যা ২ হাজার ৭১৭ জন। 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলায় পাসের হার জামালপুর ৬৫ দশমিক ৭৪, ময়মনসিংহ ৯৩ দশমিক ৪৩, নেত্রকোনা ৬২ দশমিক ৯০ এবং শেরপুর ৫৮ দশমিক ০১ শতাংশ। প্রকাশিত ফলে বিজ্ঞান বিভাগ থেকে ৮৫ দশমিক ৮৯, মানবিক বিভাগ থেকে ৫৮ দশমিক ২০ এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৫০ দশমিক ৭৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।


সর্বশেষ সংবাদ