আজ বেশি বেশি টাইপ করার দিন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:২৬ AM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ AM
স্কুল-কলেজ আর অফিস-আদালতে সীমিত পরিসরে থাকলেও কাগজ-কলমে লেখার চল এখন খুব নাই। বর্তমানে প্রায় সব কাজেই আমরা টাইপিংয়ের ওপর নির্ভরশীল। গুগলে তথ্য খোঁজা থেকে শুরু করে কারও কুশল জিজ্ঞাসা, ই-মেইল পাঠানো সব কিছুতে আমাদের আঙুল ব্যস্ত থাকে কিবোর্ডে। প্রতিনিয়ত ফোন, আইপ্যাড বা কম্পিউটারে টাইপিং করছি আমরা।
আজ চাইলে এই টাইপ করার হার এবং গতি দুটোই বাড়িয়ে দিতে পারেন। কারণ, ৮ জানুয়ারি বিশ্ব টাইপিং দিবস আজ।
বর্তমানে আমাদের টাইপিংয়ের কাজকে অনেক সহজ করে দিয়েছে স্মার্টফোন। তবে বয়োজ্যেষ্ঠদের অনেকে হয়তো স্মরণ করবেন খুটখাট শব্দের টাইপরাইটারকে। দ্বিতীয় শিল্প বিপ্লবের অংশ এই টাইপরাইটারের আবিষ্কার ১৮৬০ সালের দিকে। সারা বিশ্বে মানুষের যোগাযোগের উপায়কে অনেকটাই বদলে দিয়েছিল এই যন্ত্রটি। তবে কম্পিউটার এবং মোবাইল ফোনের আগমনে বর্তমানে বিলুপ্তিতে জনপ্রিয় টাইপরাইটার।
২০১১ সালে মালয়েশিয়ায় এ দিবসের প্রচলন। সেই বছর দেশটিতে আজকের দিনে একটি স্পিড টাইপিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।