ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাবেন কুবি শিক্ষকরা
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ আগস্ট ২০২২, ০৯:৩২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২২, ০৯:৫৭ PM
প্রথম বারের মত 'ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড' পেতে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা ।
শনিবার (৩১ জুলাই) ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের জুন মাসের মধ্যে 'High Impact Factor Journal' এ প্রকাশনা করেছেন তারা এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ৪ই আগস্টের মধ্যে উক্ত প্রকাশনার কপিসহ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে আবেদন পত্র জমা দেয়ার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের মানকে উজ্জ্বল করে এমন ব্যতিক্রমধর্মী অবদানের জন্য ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তারা ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়ে থাকেন। তবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের স্ব স্ব মানদণ্ড অনুসারে তা প্রদান করে থাকে।