নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভার্চুয়াল ওরিয়েন্টেশন ৭ ফেব্রুয়ারি
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৮ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৬ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উপাচার্য বাসভবনের অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক ভর্তি কমিটির প্রধান সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। অনুষ্ঠানের অনলাইন লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং উপস্থাপনা করবেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী প্রমুখ।