কুবির নতুন উপাচার্যের যোগদান

অধ্যাপক আবদুল মঈন
অধ্যাপক আবদুল মঈন  © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম উপাচার্য হিসেবে যোগদান করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তিনি।

যোগদানের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন উপাচার্য। এরপর প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: কুবির নতুন উপাচার্য অধ্যাপক আবদুল মঈন

এর আগে, গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনকে নিয়োগ দেওয়া হয়।

২০১৮ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। আজ সোমবার (৩১ জানুয়ারি) মেয়াদ শেষ হচ্ছে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর। পরে অধ্যাপক এমরান কবিরের স্থলাভিষিক্ত হন অধ্যাপক আবদুল মঈন।


সর্বশেষ সংবাদ