আমরা এখন নিজস্ব অর্থায়নে দেশের উন্নয়ন করতে সক্ষম হয়েছি: জবি উপাচার্য

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুক হক
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুক হক  © টিডিসি ফটো

একটা সময় বিশ্বব্যাংক আমাদের দেশে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন বন্ধ করেছিল। অথচ, আজ আমরা নিজস্ব অর্থায়নের দেশের উন্নয়ন করতে সক্ষম হয়েছি। বুধবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ‘বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের অর্জন এবং আগামীর প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুক হক এ কথা বলেন।

তিনি আরও বলেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান যখন ক্ষমতায় আসেন তখন তিনি বলেছিলেন তোমরা আমাকে দশ বছর সময় দাও, আমি পাকিস্তানকে সুইজারল্যান্ড বানিয়ে দিবো। তখন সাংবাদিকরা বলেছিল, আমারা সুইজারল্যান্ড হতে চাইনা। আমাদের বাংলাদেশ বানিয়ে দাও। দিস ইজ বাংলাদেশ।

আরও পড়ুন: ‘হোটেল বয়’ আসিফ এখন জবি ছাত্র

এসময় অনুষ্ঠানে মো. ইসরাফিল হোসেন রাফিলের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আজ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে যত লেখালেখি, বই প্রকাশ হচ্ছে সেটা কীভাবে সম্ভব হয়েছে সেটা কিন্তু আমাদের বিচার করতে হবে। অর্থ্যাৎ, স্বাধীনতা পরবর্তী সময়ে পঁচাত্তরের সেই কালো রাতে বঙ্গবন্ধুকে হত্যার করার পর এই চর্চাটা কিন্তু সেভাবে ছিলনা। এই চর্চাটা সম্ভব হয়েছে আজ বঙ্গবন্ধু কন্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছে বলেই সেটা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমরা যারা কলাম লিখি তারা কোনো একটা বিষয়কে নানাভাবে বিশ্লেষণের চেষ্টা করি। এজন্য ব্যাপক পড়াশোনার প্রয়োজন আছে। এজন্য অনেক বেশি পড়তে হয় পৃথিবীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, রাজনীতির বই। আমাদেরকে অনেক বেশি পড়তে হয় বিজ্ঞানের বই।

আরও পড়ুন: ৩১ বছর ধরে বন্ধ নির্বাচন, চাকসু এখন ‘বিয়ের ক্লাব’

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের অর্জন সম্পর্কে তিনি বলেন বাংলাদেশের উন্নয়নের কথা বলার সময় আয়ের বৈষম্য দূরীকরণ নিয়েও আমাদের কথা বলা প্রয়োজন। আগামীতে এগিয়ে যাওয়ার জন্য উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন অগ্রগতি। এজন্য আয়ের বৈষম্য দূর করতে হবে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত বাড়ছে

বিশেষ আলোচকের বক্তব্যে বাংলাদেশের আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য জনাব সাকিবুর রহমান শরীফ কনক বলেন, বঙ্গবন্ধু যদি ৭ ই মার্চের ভাষণ না দিতেন তাহলে হয়ত বাংলাদেশ কখনও স্বাধীন হতো না। সেই বক্তব্যের মাধ্যমে তিনি দেখিয়েছেন একজন নেতার কবি হতে হয়, আবৃত্তিকার হতে হয়, শিল্পী হতে হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না প্রমুখ।


সর্বশেষ সংবাদ