ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:২২ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৪:২২ PM
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ এ দিবস পালনের আয়োজন করে।
রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করেন বিভাগের শিক্ষার্থীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আকতার হোসেন ছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী।
আরও পড়ুন: সার্টিফিকেট অর্জনের চেয়ে উত্তোলন কঠিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে!
হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো জাকির হোসেন বলেন, ‘প্রতিবছরের ন্যায় আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস ২০২-এর আয়োজন করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস দেশব্যাপী জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অ্যাকাউন্টিং খুবই জরুরি।’
উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এ দিবসটি পালন করা হয়।