ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিসিএফ

সংবর্ধনা অনুষ্ঠান
সংবর্ধনা অনুষ্ঠান  © সংগৃহীত

বিভিন্ন পর্যায়ে বাক, অনার্স এবং মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। শনিবার (২৪ সেপ্টেম্বর) প্যারিসে শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা পেয়েছেন বাক পর্বের ১৪ জন, অনার্স পর্বের ৪ জন এবং মাস্টার্স পর্বের ৮ জন উত্তীর্ণ শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইনালকো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফিলিপ বেনোয়া। বিশেষ অতিথি ছিলেন- হাসনাত জাহান, ডা. উত্তম বড়ুয়া, অ্যাডভোকেট সাবিনা মিয়া, অ্যাডভোকেট ইমরান চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহবুব আলম এবং ড. শামীম আহমেদ।

সাংবাদিক ইমরান মাহমুদ এবং ফাতেমা-তুজ-জোহরার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. উত্তম বড়ুয়া, অ্যাডভোকেট সাবিনা মিয়া এবং অ্যাডভোকেট ইমরান চৌধুরী।

আরও পড়ুন: আইসিসির ফেসবুক-টুইটারের কাভারে বাংলাদেশের মেয়েরা।

এ সময় বক্তব্য রাখেন বিসিএফ সহ-সভাপতি মোজাম্মেল হোসেনে। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএফ প্রধান এমডি নুর। সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোমা দাস, ইমতিয়াজ রনি, মৌসুমি চক্রবর্তী, রাজীব এবং শান্ত। নৃত্য পরিবেশন করে শরীফুল ইসলাম, পদ্মা রয়, দেবশ্রী চ্যাটার্জি।

উল্লেখ্য, এই বর্ণাঢ্য আয়োজনটি ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) করে আসছে।


সর্বশেষ সংবাদ