রাবি লিগ্যাল সেলের নতুন প্রশাসক সাদিকুল ইসলাম

রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর
রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। গত রোববার (৫ মে) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল হাসান স্বাক্ষরিত এক অফিস  আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আজ মঙ্গলবার (৭ মে) তিনি এ পদে যোগদান করেছেন।

সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম ২০১২ সালের ২৩ সেপ্টেম্বরে রাবির আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০১৪ সালে ৬ আগস্ট সহকারী অধ্যাপক এবং ২০২২ সালের ১৪ নভেম্বর সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষক, রাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বডি সিন্ডিকেটের নির্বাচিত সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন: ঢাবিতে বিষয় বরাদ্দ ও ভর্তিতে নতুন দুই নির্দেশনা

এছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন  আন্তজার্তিক জার্নালে তাঁর বেশ কিছু আইন-বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি আইন বিষয়ের ওপর চারটি পুস্তক প্রণেতা, যা আইন অঙ্গনে বহুল প্রচলিত। 

দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষকরা।

 

সর্বশেষ সংবাদ