বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ৭

বাস ডিপো
বাস ডিপো  © সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস রাখাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিন দফায়  সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাকের চিশতিয়া বেকারি এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর নীলাচল পরিবহনের প্রায় ৩৫টি বাস মৌচাকের চিশতিয়া বেকারি সংলগ্ন একটি খালি মাঠে ভাড়ায় রাখা হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) মধ্যরাতে ওই পরিবহনের একটি বাস রাখার সময় এলাকার একটি মসজিদের কার্নিশের দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই এলাকার বাসিন্দা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু ও এলাকাবাসী নীলাচল বাসের কর্তৃপক্ষকে ওই স্থান হতে বাস ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন। এ সময় তাদের মধ্যে সমঝোতা হয় দুই মাসের মধ্যে ডিপোটি সরিয়ে নিবে। শনিবার  বিকেলে দুই পক্ষ আবারও বিষয়টি নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। সেখানে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

নীলাচল পরিবহনের কর্মকর্তা আবুল হাশেম বলেন, আমাদের গাড়ি আসার সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। আমরা মিস্ত্রি এনে লাইট ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার পক্ষ হয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় আমিসহ হাসান মাহমুদ, আবু সিদ্দিক, বিল্লাল হোসেন নামে চারজন আহত হই। এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে আসি।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পাপ্পু বলেন, শুক্রবার (১৪ মার্চ) মুক্তাঝিল আবাসিক এলাকার একটি মসজিদের কার্নিশের দেয়াল নীলাচলের বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে এলাকাবাসী ও আমরা প্রতিবাদ জানালে বাস কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমঝোতা করে দুই মাসের সময় নেয়। এরপর বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল তার দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায়। 

তিনি আরও বলেন, বহিষ্কৃত ইকবাল এই ডিপো থেকে মাসে ৭০ হাজার টাকা চাঁদা তোলেন। আমরা এই ডিপো সরাতে বলায় তিনি তার বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করে। আমরা এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। স্বেচ্ছাসেবক দল সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে।

বিষয়টি নিয়ে  সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনার আমি কিছুই জানি না। আমি গতকাল থেকে অসুস্থ। তবে শুনেছি স্বেচ্ছাসেবক দলের নেতারা নীলাচল বাস কর্তৃপক্ষের কাছে মসজিদের ক্ষতিপূরণের জন্য টাকা চেয়েছে। আপনারা (সাংবাদিক) নীলাচল বাসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, নীলাচল বাসের ধাক্কায় একটি মসজিদের কার্নিশ ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু দুই গ্রুপের কাউকে আমরা চিহ্নিত করতে পারিনি। তবে এক পক্ষ অভিযোগ দিতে থানায় এসেছে। আমরা মামলা গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ