ভারতে বন্দুকযুদ্ধে দুই সেনাসহ নিহত ১৪

নিরাপত্তা বাহিনী অভিযানে গেলে বন্দুকযুদ্ধ শুরু হয়
নিরাপত্তা বাহিনী অভিযানে গেলে বন্দুকযুদ্ধ শুরু হয়  © সংগৃহীত

ভারতে বন্দুকযুদ্ধে দুই সেনাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন মাওবাদী এবং ২ জন সেনাসদস্য। এ ছাড়া ২ জন সেনাসদস্যও আহত হয়েছেন। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে দেশটির ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এ ঘটনো ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ সকালে নিরাপত্তাকর্মীরা অভিযানে যান। এ সময় তাদের সঙ্গে মাওবাদীদের ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে অন্তত ১২ জন মাওবাদী এবং ২ জন সেনাসদস্য নিহত হন। পাশাপাশি অপর দুজন সেনাসদস্য আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তাকর্মীদের একটি দল যখন মাওবাদীবিরোধী অভিযান চালাচ্ছিলেন। তখন সকালের সময় ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার একটি ঘন জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্দুকযুদ্ধে ১২ জন মাওবাদী নিহত হয়েছে।

তিনি যোগ করেন, যে এলাকায় একটি বিরতিহীন গুলি বিনিময় এখনো চলছে। বিস্তারিত জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ, এবং কর্তৃপক্ষ উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


সর্বশেষ সংবাদ