ভারতে অভিযান চালিয়ে ২৭ বাংলাদেশী গ্রেপ্তার

  © সংগৃহীত

দক্ষিণ ভারতের কেরালা রাজ্য থেকে ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। রাজ্যের বন্দরশহর কোচিতে অবৈধভাবে তারা বসবাস করছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করে কেরালার এরনাকুলাম জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা বলেন, ‘বৃহস্পতিবার কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক। ’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার ২৭ বাংলাদেশির কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে। দুজনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও জব্দ করা হয়েছে।’  

গ্রেপ্তার কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেনি বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত এক মাসে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি, কল্যাণ, ডোম্বিভলি ও অন্যান্য জায়গা থেকে অন্তত ৪০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।


সর্বশেষ সংবাদ