ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ AM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ AM

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ মিছিল শেষে হত্যাকাণ্ডের বিচার চেয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘ভারত বরাবরের মতোই সাম্প্রদায়িক ও সন্ত্রাসী রাষ্ট্র। গত ১৫ বছরে নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা আমাদের মাথায় চড়ে বসেছে। তাদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিৎ।’ সাম্প্রদায়িক মনোভাব থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ‘ভারত যেভাবে আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, তা আমরা কোনোদিন হতে দেব না। আমরা আমাদের বোনের হত্যাকাণ্ডের বিচার চাই। উপদেষ্টাদের উচিৎ, ভারতের হাইকমিশনারকে জবাবদিহির পাশাপাশি বিচারের জন্য চাপ প্রয়োগ করা।’
আরো পড়ুন: পয়েন্ট তালিকায় তলানিতে, অস্ট্রেলিয়ান উপস্থাপককে নিয়োগ দিল ঢাকা
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শোয়াইব আহমেদ বলেন, ‘ভারত যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার তীব্র নিন্দা জানাই। আমরা ভারতের কোনো ধরনের আধিপত্যকে মেনে নেব না। আমাদের সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে যদি জীবন দিতে হয়, তাও আমরা প্রস্তুত আছি।’