ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ PM
ভারতীয় কোস্টগার্ড বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সময় আজ রোববার গুজরাটের পোরবন্দরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গুজরাটের পোরবন্দরে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণে ছিল ‘এএলএইচ ধ্রুব’ নামের হেলিকপ্টারটি। প্রশিক্ষণ চলাকালে ঘটে এই দুর্ঘটনা। একটি ভিডিওতে দেখা গেছে, খোলা মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে দুর্ঘটনার একাধিক ভিডিও। যদিও সেগুলোর সত্যতা যাচাই করা যায়নি। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নিয়ে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি। এ ছাড়া নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি এখনো।
হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের তৈরি এই হাল্কা ওজনের অত্যাধুনিক হেলিকপ্টার এএলএইচ ধ্রুব। টুইন ইঞ্জিনের হেলিকপ্টারটি সামরিক এবং বাণিজ্যিক, দুই ক্ষেত্রেই ব্যবহারের যোগ্য। ২০০২ সাল থেকে কোস্টগার্ড বাহিনী এই হালকা ওজনের হেলিকপ্টার ব্যবহার করে। পরিবহন, তল্লাশি অভিযান, উদ্ধার অভিযান, দুর্গম এলাকায় ত্রাণ, খাবার কিংবা চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার মতো ক্ষেত্রে এটির ব্যবহার সবচেয়ে বেশি।