বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস করতো কুকুর, সমাবর্তনে সনদও নিল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৯:৪৩ AM , আপডেট: ২৯ মে ২০২৩, ১০:০৫ AM
কুকুর অপরাধী ও মাদক শনাক্ত করাসহ নানা কাজে ব্যবহার করা হয়। করোনা শনাক্তেও কুকুর ব্যবহার করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সেটন হল ইউনিভার্সিটিতে রীতিমতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। কুকুর নিয়মিত ক্লাস করেছে। কুকুরটিকে সাম্মানিক ডিপ্লোমা ডিগ্রিও দেওয়া হয়েছে।
সমাবর্তনে সেটন হল ইউনিভার্সিটিতে গ্রেস মারিয়ানির কুকুরটি ঘিরে ছিল আলোচনা। কুকুরটির সনদ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। কুকুরটির নাম জাস্টিন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জোসেফ ই নিয়ার কাছ থেকে সনদ নিচ্ছে জাস্টিন।
গ্রেস মারিয়ানি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। হুইলচেয়ারেই চলাফেরা করেন। এ জন্য কুকুরটি সঙ্গে থাকে। ফলে গ্রেসের সঙ্গে নিয়মিত ক্লাসে আসত জাস্টিন।
এ বছর সেটন হল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন গ্রেস মারিয়ানি। ভিডিওতে দেখা যায়, গ্রেসের সঙ্গেই মঞ্চে জাস্টিন। ডিগ্রির সনদটি সামনে ধরা হলে জাস্টিন বেশ কয়েকবার শুঁকে দেখে। এরপর মুখে নেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জোসেফ, গ্রেসসহ অন্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
গ্রেস জানান, তিনি জাস্টিনের বিশেষ যত্ন নেবেন ও পড়াশোনা শেখাবেন। তাকে সব সময় পাশে রাখার পরিকল্পনাও করছেন তিনি। ভিডিও ভাইরাল হওয়ায় অনেকে বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন।