যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রাইমারি স্কুলে গুলি, নিহত বেড়ে ৭

যুক্তরাষ্ট্রে স্কুলে নিহত বেড়ে ৭
যুক্তরাষ্ট্রে স্কুলে নিহত বেড়ে ৭   © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। এর মধ্যে এক নারী ও তিন শিশুও রয়েছে। পুলিশের গুলিতে বন্দুক হামলাকারীও প্রাণ হারিয়েছেন।

সোমবার (২৭ মার্চ) সকালে স্কুলে ঢুকে হামলার এ ঘটনা ঘটেছে টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি বেসরকারি স্কুলে। খবর: নিউইয়র্ক পোস্ট’র।

ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়।

স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিয়ে বিষয়টা জানতে পারে। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ভবনটির দ্বিতীয় তলায় গুলির শব্দ শুনতে পায় পুুলিশ। হামলাকারী নিহতের আগে তিন শিক্ষার্থী ও তিন কর্মচারীকে হত্যা করে।

তবে পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে পারিনি। তবে ধারণা করছে হামলাকারী একজন কিশোর। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হামলাকারী ওই স্কুলের সাবেক শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) তথ্য অনুযায়ী, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে যতগুলো বন্দুক হামলার ঘটনা ঘটেছে, এর ৯৮ শতাংশ ক্ষেত্রেই হামলাকারী পুরুষ ছিলেন। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৫০টি বন্দুক হামলার ঘটনার ৯টিতে হামলাকারী নারী ছিলেন।


সর্বশেষ সংবাদ