মেসির বিশ্বকাপ খেলা নিয়ে নতুন তথ্য দিলেন সুয়ারেজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৪২ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৪২ PM

লিওনেল মেসির খেলোয়াড়ি জীবনে সব অর্জন ছিল। শুধু ছিল না আন্তর্জাতিক বা ফুটবল বিশ্বের সবচেয়ে বড় সোনালি ট্রফিটা। কোপা আমেরিকা ট্রফি দিয়ে খরা কাটার পর ২০২২ কাতার বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে পেয়েছিল পূর্ণতা।
এখন আবার দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। মেসি সেই টুর্নামেন্টে খেলবেন কি না, সেটি নিয়ে আছে নানা জল্পনা-কল্পনা। কোচ স্কালনি ও সতীর্থরা অনেকবার বললেও এবার সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুললেন বন্ধু লুইস সুয়ারেজ।
মেসি এখনই অবসর নিচ্ছেন না, অন্তত ২০২৬ বিশ্বকাপটা খেলতে চান বলে ‘ওভাসিওন’কে জানালেন সুয়ারেস। গত বিশ্বকাপ শেষে মেসি নিজেই বলেছিলেন, ‘২০২২ বিশ্বকাপই আমার শেষ।’ কিন্তু সময় যত গড়িয়েছে ততই বদলেছে ধারণাটা। ফর্ম, ফিটনেস সবকিছু ধরে রেখে এখনো আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মেসি। তাহলে ২০২৬ বিশ্বকাপটা খেলবেন না কেন?
সেই কথাই জানালেন সুয়ারেস, ‘অবসর? মেসি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলার ইচ্ছে জানিয়েছে।’
২০২৩ সালের গ্রীষ্মে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন মেসি। চলতি এমএলএস মৌসুমে ইতোমধ্যে ১০ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। তার পারফরম্যান্সে ভর করে প্রথমবারের মতো ক্লাবটি উঠেছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে।
সুয়ারেজ বলেন, ‘আমি ক্লাবের এই মুহূর্তের জন্য খুশি...দলের অগ্রগতি দেখে আমি খুবই রোমাঞ্চিত এবং উপভোগ করছি।’
২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও মেসি সাম্প্রতিক বাছাই পর্বের কিছু ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে আকাশি-সাদা জার্সিতে তার ফেরার ইচ্ছাটা স্পষ্ট।