ফেসবুকে ট্রল নিয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:২৯ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:২৯ PM

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে আধ ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইন্সল্যাব নিউমার্কেট এলাকায় দুই ঘন্টাব্যাপী উত্তেজনা বিরাজ করে। পরে সড়কে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী বিক্ষোভ করলে এক পর্যায়ে পরিস্থিতি শান্ত শিক্ষার্থীদের ধাওয়া দেন পুলিশ। তবে মিরপুর সড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হলে শিক্ষক ও পুলিশের উপস্থিতিতে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীর সাইন্সল্যাবে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ এতে উভয় কলেজের ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে দুপুর ২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিরপুর বন্ধ করে বিক্ষোভ শুরু করলে ঘটনাস্থলে এসে ঢাকা কলেজের শিক্ষক ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩০ মিনিট ধাওয়া পালটা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ি হয়। এরপর বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে থাকে। এ সময় যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় পথযাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে পুলিশের রমনা জোনের উধর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচলের স্বাভাবিক গতি পুনরায় চালু হয়।
সংঘর্ষের বিষয়ে সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুনতাহিন হাসান বলেন, ‘গতকাল ঢাকা কলেজের দুই শিক্ষার্থী সিটি কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে মারধর করে। আবার আজকে ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কিছু বন্ধুবান্ধবকে মারধর করে ঢাকা কলেজে শিক্ষার্থীরা। এটা নিয়ে গত কয়েকদিন ধরে ফেসবুকে ট্রল করছে কিছু পেইজ। এসব নিয়েই তাদের সাথে আমাদের সংঘর্ষে লাগে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী বলেন, ‘দুই তিন আগে ওদের সাথে আমাদের কিছু পোলাপানের মারামারি হয়। এরপর আজকে আমাদের একজন পায়ে হেঁটে ক্লাস শেষ করে বাড়িতে যাচ্ছিল, তখন সিটি কলেজের ওরা ওই ছেলেকে মারধর করে। এরপর সংঘর্ষ হয়।’
নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দীন বলেন, ‘সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের ইন্টারের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়। গত কিছুদিন ফেসবুকে কোন একটা বিষয় নিয়ে ট্রল হচ্ছে। এই ট্রল করা নিয়ে আজ সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়।’
এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘এই দুই কলেজের শিক্ষার্থীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই মারামারি করে। আসলে এই মারামারি সুনির্দিষ্ট কোন কারণ নেই। সংঘর্ষের সময়ে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে উভয় কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে কাজ করে।’