ডেপুটি স্পিকারের দ্বিতীয় জানাজায় হাজার মানুষরে ঢল

গাইবান্ধার ঘাটায় অনুষ্ঠিত দ্বিতীয় জানাজা
গাইবান্ধার ঘাটায় অনুষ্ঠিত দ্বিতীয় জানাজা  © সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার দ্বিতীয় জানাজা গাইবান্ধার সাঘাটায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নিয়েছে কয়েক হাজার মানুষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

মরদেহ পৌঁছানোর পর বিদ্যালয় মাঠে মানুষের ঢল নামতে থাকে। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমান এবং পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম। এরপর একে একে বিভিন্ন ব্যক্তি ও মহলসহ সাধারণ মানুষ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নেতাকর্মীসহ এলাকার অনেকে কান্নায় ভেঙে পড়েন। এরপর শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আরও পড়ুন: জার্মান শিল্পীর চিত্রকর্মে রঙিন হচ্ছে চবির শাটল ট্রেন

গত শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।


সর্বশেষ সংবাদ