একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে মাতম
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৯:১১ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২২, ০৯:২৩ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সাইল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া। অন্যদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধা তালিকায় দেশসেরা সুমাইয়া মোসলেম মিম প্রথম স্থান অধিকার করায় এলাকাজুড়ে চলছে উচ্ছ্বাস। একদিনের ব্যবধানে খুলনার ডুমুরিয়ায় এমন দুটি ঘটনা বেশ সাড়া ফেলেছে।
জানা গেছে, কুয়েটের শিক্ষার্থী অন্তু রায়। মেধাবী এই শিক্ষার্থী দরিদ্র্যের সঙ্গে লড়ছিলেন। বিশ্ববিদ্যালয়ের হলে খাবারের টাকা বাকি পড়েছিল তার। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের বাড়িতে গিয়ে বাবা-মাকে টাকা জোগাড় করে দিতে বলেন তিনি। কিন্তু টাকা আর জোগাড় হয়নি। গত সোমবার (৪ এপ্রিল) দুপুরে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তু। তিনি গুটুদিয়া গ্রামের দেবব্রত রায়ের ছেলে।
নিহতের সহপাঠীরা জানায়, নিম্মবিত্ত পরিবারের সন্তান হওয়ায় অভাব-অনটনে ছিলেন অন্তু। ২ বছরের হলের খাবারের প্রায় ১৮ হাজার টাকা বাকি পড়েছিল। এ নিয়ে সে মনে অনেক কষ্ট পেত। রোববার বাড়িতে এসে বাবা-মাকে টাকা দিতে বলেন অন্তু। দিনমজুর বাবা মাত্র তিন হাজার টাকা জোগাড় করেন। কিন্ত সোমবার সকালে টাকা নিয়ে বিশ্ববিদ্যলয়ে ফিরে যাওয়ার কথা ছিল তার। ওই দিন দুপুরে অন্তু আত্মহত্যা করে। এমন হৃদয়বিদারক ঘটনায় অন্তুর পরিবার ও এলাকায় যেন মাতম বাইছে।
আরও পড়ুন: পড়াশোনার খরচ না পেয়ে কুয়েট ছাত্রের আত্মহত্যা, ধারণা পুলিশের
কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল হাসীব বলেন, আমরা অন্তুর পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা আর্থিকভাবে খুবই দরিদ্র। তাদের শান্তনা দেয়ায় ভাষা নেই। আমরা সেখানে আসেপাশের মানুষের কাছেও আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চেষ্টা করেছি; তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে এটা জানা যায়নি।
আরও পড়ুন: মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রথম মিম
এদিকে মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জানা গেল, মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে খুলনার ডুমুরিয়া উপজেলার মেয়ে সুমাইয়া মোসলেম মিম। লিখিত পরীক্ষায় সুমাইয়া মোসলেম মিম ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। তার মোট নম্বর ২৯২ দশমিক ৫। মিমের বাবা খুলনার ডুমুরিয়া ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন সরদার। এমন সফলতার আনন্দে মিমের পরিবারসহ এলাকার মানুষ উচ্ছ্বসিত।
তিনি খুলনার ডুমুরিয়া গার্লস স্কুল থেকে ২০১৯ সালে এসএসসি এবং সরকারি এম এম সিটি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি সম্পন্ন করেন।