মা-বাবার ইচ্ছে ছিল আমি একদিন ডাক্তার হবো: মিম

সুমাইয়া মোসলেম মিম
সুমাইয়া মোসলেম মিম  © সংগৃহীত

বাবা-মা দুজনেই চাকরিজীবী। তাদের ইচ্ছে ছিল মেয়ে ডাক্তার হবে। আর সেই ইচ্ছে পূরণ হলো ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলে। মেয়ে হয়েছেন দেশ সেরা। বলেছিলাম সুমাইয়া মোসলেম মিমের কথা। ভর্তি পরীক্ষায় ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন খুলনার এই মেয়ে।

ফল প্রকাশের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মিম বলেন, আব্বু-আম্মুর ইচ্ছে ছিল আমি একদিন ডাক্তার হবো। আর এখন সেটা আমার নিজের ইচ্ছায় পূরণ হতে যাচ্ছে। ডাক্তার হয়ে মানুষের সেবা যতটুকু করতে পারি, যদি আল্লাহ রহমত করেন। ইনশায়াল্লাহ। 

আরও পড়ুন: মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রথম মিম

তিনি আরও বলেন, এই অবস্থানে আসার পেছনে আমার আব্বু-আম্মুর সীমাহীন ভূমিকা রয়েছে। একই সঙ্গে কোচিংয়ের শিক্ষকদের কথা অবশ্যই স্মরণ করবো। 

মিমের বাবার নাম মুসলেম উদ্দিন সরদার একজন সরকারি চাকরিজীবী। খাদিজা খাতুনও একজন সরকারি চাকরিজীবী।  তার জন্ম ২০০৪ সালের ১১ অক্টোবর। 

তিনি খুলনার ডুমুরিয়া গার্লস স্কুল থেকে ২০১৯ সালে এসএসসি এবং সরকারি এম এম সিটি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি সম্পন্ন করেন।

আরও পড়ুন: সরকারি মেডিকেলে সুযোগ পেয়েছেন ১৮৮৫ ছেলে ও মেয়ে ২৩৪৫ জন

এ বছর এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)। পরীক্ষায় ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর স্কোর ৯১.৫। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২৩৪৫ জন (৫৫.৪৪%)।


সর্বশেষ সংবাদ