কম আক্রান্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান আগে খোলার পরামর্শ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ০৯:১৮ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২১, ০৯:১৮ AM
ঢাকা অথবা চট্টগ্রামের মতো বড় বড় শহরগুলোতে প্রথমদিকে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেসব এলাকায় করোনা কম ছড়িয়েছে অথবা আক্রান্তের সংখ্যা কম ছিল সেই এলাকার স্কুল-কলেজগুলো আগে খোলার পরামর্শ তাদের।
তারা বলছেন, বড় বড় শহরে স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। স্কুল-কলেজ খুললে তাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কষ্টসাধ্য হবে। এছাড়া বড় বড় শহরগুলোতে করোনাার সংক্রমণ বেশি ছিল। ঢাকায় এখনো অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। তাই এই এলাকার স্কুল-কলেজগুলো এখনই খুলে দেয়া ঠিক হবে না। আগে গ্রাম অথবা কম আক্রান্ত হওয়া এলাকার স্কুল-কলেজ খুলতে হবে। এরপর ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা উচিৎ।
এ প্রসঙ্গে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুব দ্রুত খুলে দিতে হবে। তবে একসঙ্গে সব স্কুল খোলা যাবে না। ধাপে ধাপে স্কুল-কলেজ খুলতে হবে। শহরাঞ্চলের প্রতিষ্ঠানগুলো আগে খুলে দেওয়া ঠিক হবে না। অপেক্ষাকৃত কম আক্রান্ত হয়েছে এমন এলাকার স্কুল-কলেজ আগে খুলতে হবে। আর অন্তত দুই সপ্তাহ প্রস্তুতি নিয়ে তা খুলতে হবে।
এর আগে গত শুক্রবার (২২ জানুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ইউনিসেফের সহায়তায় তৈরি করা ৩৯ পৃষ্ঠার ওই নির্দেশনায় একটি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। শিক্ষার্থীদের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার পথ আলদা হতে হবে। ক্লাসের আয়তনের ওপর শিক্ষার্থীর সংখ্যা নির্ভর করবে। পাশাপাশি প্রতিষ্ঠানের সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। মাস্ক সরবরাহ হবে স্কুল থেকে। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে।
স্কুলের শ্রেণীকক্ষ, টয়লেট, স্কুল প্রাঙ্গণ পরিচ্ছন্ন করতে নির্দেশনা দেয়া হবে। বেসরকারি স্কুল নিজস্ব তহবিল থেকে খরচ বহন করবে। আর সরকারি স্কুলগুলোর খরচ দেবে সরকার।