বিকেএসপিতে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

বিকেএসপিতে চাকরির সুযোগ
বিকেএসপিতে চাকরির সুযোগ  © সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে পঞ্চম থেকে ২০তম গ্রেডে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: উপপরিচালক (ক্রীড়াবিজ্ঞান), ঢাকা বিকেএসপি
পদসংখ্যা: ১
যোগ্যতা: ক্রীড়াবিজ্ঞান (এমবিবিএস/এমপিএড/সাইকোলজি, পদার্থ/ফলিত পদার্থবিজ্ঞান/বায়োমেকানিকস /স্পোর্টস মেডিসিন) বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীসহ সংশ্লিষ্ট ক্রীড়াবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা। অথবা ক্রীড়াবিজ্ঞান (এমবিবিএস/ এমপিএড/সাইকোলজি, পদার্থ/ফলিত পদার্থবিজ্ঞান/বায়োমেকানিকস/ স্পোর্টস মেডিসিন) বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স/দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স তৎসহ ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২৩ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৫০ বছর
বেতন স্কেল: ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা (গ্রেড–৫)

২. পদের নাম: সহকারী প্রোগ্রামার, ঢাকা বিকেএসপি
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগপদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ২৩ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: লাইব্রেরি সহকারী, ঢাকা বিকেএসপি
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২৩ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: অফিস সহায়ক, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: ২৩ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আরও পড়ুন: ৫৪ জন নেবে বাংলাদেশ পুলিশ, এইচএসসি পাসেও আবেদন

আবেদন যেভাবে
চাকরির নির্ধারিত আবেদন ফরম  বিকেএসপির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে সাম্প্রতিক সময়ের তিন কপি (৫ বাই ৫ সেন্টিমিটার) সত্যায়িত ছবিসহ ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে (অফিস চলাকালীন) পৌঁছাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। 

আবেদন ফি
আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকার; ৩ নম্বর পদের জন্য ২০০ টাকার এবং ৪ নম্বর পদের জন্য ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে মহাপরিচালক, বিকেএসপির অনুকূলে জমা দিতে হবে। পে–অর্ডার/ব্যাংক ড্রাফটের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 


সর্বশেষ সংবাদ