আইএসইউ অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৯:৫২ PM

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী মুহাম্মদ আবু নাজিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান, নাসের ইকবালসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সদস্য। তাদের মাধ্যমেই গড়ে উঠবে আইএসইউ-এর গৌরবময় ভবিষ্যৎ। বক্তারা আরও বলেন, উচ্চশিক্ষায় মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আইএসইউ সবসময় শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইফতারের আগে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।