তারাবি নামাজ মসজিদে আদায় সম্ভব না হলে ঘরেই পড়ুন: সাদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১১:১৫ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২০, ১১:১৫ PM
করোনাভাইরাস প্রতিরোধে জনসুরক্ষার স্বার্থে আসন্ন রমজানে মসজিদে না গিয়ে নিজ নিজ বাড়িতে তারাবি নামাজ পড়তে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি ও তাবলীগ জামাতের প্রভাবশালী ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি।
এক বিবৃতিতে মাওলানা সাদ বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কারণে মসজিদে তারাবি নামাজ আদায় করা সম্ভব না হলে এই নামাজ ঘরে বসেই করা যাবে। এছাড়া একসঙ্গে বেশি লোকের জামায়েত না করারও আহ্বান জানান তিনি।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যারা করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরেছেন তাদের রক্তের প্লাজমা দান করার আহ্বানও জানিয়েছেন মাওলানা সাদ।
তিনি বলেছেন, তাবলীগের যাদের মধ্যে কভিড পজিটিভ পাওয়া গেছে তাদের অনেকেই চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন। সুতরাং তারা যদি এখন রক্তের প্লাজমা দান করেন তা হলে অনেক করোনা আক্রান্ত রোগীর নিরাময়ে সুবিধা হবে।