ইভটিজিংয়ে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম 

প্রতিকী ছবি
প্রতিকী ছবি  © সংগৃহীত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নোয়াখালীতে এক বিএনপি নেতাকে কুপিয়েছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। আজ রবিবার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি/অনার্স কলেজের নতুন ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মো. কলিম উল্যাহ (৫০) উপজেলার ৩ নং নোয়ান্নই ইউনিয়নের গোরাপুর গ্রামের নুরুজ্জামান পাটোয়ারী বাড়ির মো. নুরুজ্জামানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

আরো পড়ুন: ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী আটক

স্থানীয়রা জানান, ভুক্তভোগী মো. কলিম উল্যা আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ুয়া মেয়ের ফরম পূরণের জন্য কলেজের নতুন ভবনে যায়। সেখানে তার কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্তকারী কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে বাধা দেয় এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে মুহূর্তের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য আরিফ, রকি, হৃদয়,মামুন ও মিরাজসহ আরো কয়েকজন পরিকল্পিতভাবে সঙ্গবদ্ধ হয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে এবং প্রকাশ্যে দিবালোকে তাকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।

আরো পড়ুন: আটক ছাত্রলীগ কর্মীকে ছাড়াতে গেলেন জবির ২ ছাত্রদল নেতা

তারা আরও জানায়,  দীর্ঘদিন থেকে কিশোর গ্যাংয়ের এই সদস্যরা শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রস্থল বাঁধেরহাট বাজার এলাকায় প্রভাব বিস্তার করে স্কুল কলেজের শিক্ষার্থীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে। এ ছাড়াও যেকোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে বাজারে প্রবেশ করে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। প্রশাসনের কঠোর ব্যবস্থা না থাকায় এ অঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলছে জানায়। 

নোয়ান্নই ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ জানান, কিশোর গ্যাংয়ের অত্যাচারে এই অঞ্চলের মানুষ খুবই অতিষ্ঠ। এদের কারণে এর আগে একটি হত্যার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মামলাও হয়েছে। কিন্তু ওই সময় প্রশাসন তাদেরকে কঠোরভাবে দমন না করার কারণে আজকে আবার এমন ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ