ব্রাজিল-আর্জেন্টিনা ‘সুপার ক্লাসিকোর’ একাদশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:৪৯ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৯:৪৯ PM

প্রায় ৬ বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়বঞ্চিত ব্রাজিল। ২০১৯ সালের জুলাইয়ের পর লে আলবিসেলেস্তেদের বিপক্ষে জিততে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সবশেষ ৪ ম্যাচের মধ্যে এক ড্রয়ের বিপরীতে তিনটিতেই হেরেছে ব্রাজিল। এবার ব্রাজিলের সামনে জয়খরা কাটানোর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার মিশন।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, লো সেলসোর মতো সেরা তারকা ফুটবলারদের সার্ভিস পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে সেলেসাওরা। তবে সেরা ফরোয়ার্ড লাইন ছাড়াই শক্তিশালী উরুগুয়েকে তাদের মাঠে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। আর ঘরের মাঠে এমনিতেই বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টাইনরা।
এদিকে দুই ড্রয়ের পর সবশেষ কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। এ ছাড়া দারুণ ছন্দে আছেন রাফিনহা-ভিনিসিয়ুস জুনিয়র। তবে চোটে এরই মধ্যে ছিটকে গেছেন নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার।
অন্যদিকে চোটে জর্জরিত আর্জেন্টিনার শুরুর একাদশে মিডফিল্ডার রদ্রিগো দি পল ফিরতে পারেন। গোলপোস্টে আস্থার নাম এমি মার্তিনেজ-ও থাকছেন। এ ছাড়া রক্ষণে নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো রয়েছেন।
অভিজ্ঞ আক্রমণভাগ না পেলেও তরুণ হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা ও জিলিয়ানো সিমিওনে দক্ষতা দেখিয়েছেন। মৌসুমজুড়ে দারুণ ছন্দে আছেন আলভারেজ। সিমিওনেও পুরো মাঠজুড়ে অসাধারণ খেলেন।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, রোমেরো, ওতামেন্দি, তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, সিমিওনে, আলভারেজ ও থিয়াগো আলমাদা।
ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: বেন্তো; ওয়েসলি, মার্কিনিয়োস, মুরিল্লো, গিলের্মে আরানা; আন্দ্রে, জোয়েলিনতন, রাফিনিয়া; ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, মাথেয়াস কুনিয়া।