ফের উইকেট ছুঁড়ে দিলেন শান্ত
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১১:৪১ AM

আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি খেলা। সকাল ১১টায় শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। তবে খানিকটা পরে যারা খেলায় দৃষ্টি রেখেছেন, তা নিশ্চয়ই দৃশ্যটা দেখার সুযোগ পাননি। সিলেট টেস্টে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও নিজের উইকেট বিলিয়ে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগের দিনের খেলা শেষে গণমাধ্যমে কথা বলতে এসে মুমিনুল হক বলেছিলেন, চতুর্থ দিনে খেলতে হবে, ক্যালকুলেটিভ ক্রিকেট। দিনের শুরুটা তাই গুরুত্বপূর্ণ।
তবে শান্ত বোধহয়, সাবেক টাইগার দলপতির কথা মননিবেশ করেননি। দিনের একদম দ্বিতীয় বলেই বিদায় ঘণ্টা বাজে শান্তর। ব্লেসিং মুজারাবানির শর্ট বল পুল ও ফ্লিকের মাঝামাঝি মতন করতে গেলেন বাংলাদেশ অধিনায়ক। ফাইন লেগে জমা পড়ে ফিরলেন ৬০ রানে। এতে আগের দিনের স্কোর অর্থাৎ ১৯৪ রানেই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
শান্তকে দ্রুত হারালেও এখনো ভালোভাবেই ম্যাচে আছে বাংলাদেশ । জাকের আলি অনিক ও মেহেদী হাসান মিরাজ মিলে লিড বাড়াচ্ছেন। লিডটা তিনশোর কাছে নিতে জাকের-মিরাজের জুটি বেশ গুরুত্বপূর্ণ, অন্যদিকে জিম্বাবুয়ে চায় লিড দুইশোর ভেতর রাখতে।