২৫ মার্চ: কালরাতের শহীদদের স্মরণে এনএসইউতে দোয়া ও আলোচনা সভা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:১২ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ১০:২০ PM

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহত শহীদদের সম্মানার্থে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২৫ মার্চ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও এনএসইউ’র অর্থনীতি বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।
অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, এক মিনিট নীরবতা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজনের মধ্য দিয়ে।
অধ্যাপক আবদুর রব খান তার স্বাগত বক্তব্যে বলেন, আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, তাদের অবদানকে আমরা চিরদিন মনে রাখবো।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নজরুল ইসলাম বলেন, স্বাধীনতার প্রকৃত অর্থ হলো দায়িত্ববোধ। আমরা যত বেশি ব্যক্তিগত দায়িত্ব পালন করব, আমাদের দেশ তত বেশি উন্নতি করতে পারবে। সবাই যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করলে আমরা সত্যিকারের স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো।
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে বলেন, এটি এমন একটি রাত যা আমাদের চিরদিন স্মরণ রাখতে হবে। যারা আমাদের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ ছাড়া আজ আমরা এখানে পৌঁছাতে পারতাম না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, পরিচালকগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।