ভাঙ্গুড়ায় মসজিদের ৪৩ বিঘা পুকুর আ.লীগ নেতার ছেলের দখলে

  © টিডিসি সম্পাদিত

পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়নের গদাই রুপসী গ্রামের জামে মসজিদের প্রায় ৪৩ বিঘা পুকুর দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে আব্দুল আজিজের দখলে থাকার অভিযোগ উঠেছে। আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আজগর আলীর ছেলে। মসজিদের পুকুরগুলো ওয়াকফ এস্টেটের অন্তর্ভুক্ত হলেও সেগুলোর লিজ থেকে প্রাপ্ত আয় মসজিদের কাজে ব্যবহার না করে ব্যক্তিগত স্বার্থে আত্মসাৎ করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

অনুসন্ধানে জানা গেছে, মসজিদের পুকুরগুলো থেকে বছরে ২০-৩০ লাখ টাকা আয় হয়। এই অর্থ মসজিদের ফান্ডে জমা না দিয়ে স্থানীয় প্রভাবশালীদের পকেটে চলে যাচ্ছে। ২০০৭ সালে সম্পত্তিগুলো ওয়াকফ এস্টেটের অন্তর্ভুক্ত হলেও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ এবং তার সহযোগী সাইদুল ইসলাম, ওয়াজেদ মলেক, ও লোকমান মিলে সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন।

এই বিষয়ে মসজিদের মোতওয়াল্লি মোতালেব হোসেন জানান, ওয়াকফ এস্টেটের অধীনে সম্পত্তি থাকার পরও মসজিদের লিজ থেকে প্রাপ্ত আয় আত্মসাৎ করা হচ্ছে। দায়িত্ব বুঝে নিতে গেলে প্রভাবশালীরা মামলা-হামলার হুমকি দেন।

গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম ও জালাল উদ্দিন বলেন, "২০০৭ সালে মসজিদের সম্পত্তি ওয়াকফ এস্টেটের অন্তর্ভুক্ত হয়। ২০২২ সালে মোতওয়াল্লি নিযুক্ত হলেও আওয়ামী লীগ নেতারা মসজিদের সব সম্পদ অবৈধভাবে দখল করে রেখেছেন।

মসজিদ কমিটির কথিত সেক্রেটারি আব্দুল আজিজ বলেন, "মসজিদের সম্পত্তি গ্রামবাসী পরিচালনা করে আসছে। আমরা ওয়াকফের দায়িত্ব বুঝিয়ে দিতে রাজি নই।"

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, মসজিদের সম্পত্তি গ্রামবাসী দখল করে রাখতে পারেন না। মোতওয়াল্লি এবং মসজিদ কমিটির সদস্যরা আইনানুগ প্রক্রিয়ায় সক্রিয় হলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বিষয়টি নিয়ে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে মসজিদের সম্পত্তি যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনতে দাবি জানায় স্থানীয়রা।


সর্বশেষ সংবাদ