‘তুই ধ্বংস হয়ে যাবি’—সমন্বয়ককে অভিশাপ ছাত্রলীগ নেতার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অভিশাপ দিয়েছেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গালিব নেতা বলেন, ‘সালাউদ্দিন আম্মার মানুষের অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি। আর আল্লাহ যেন তোকে বাঁচিয়ে রাখেন এই দোয়া করি সব সময়।’
এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টের জবাব দিয়েছেন সালাউদ্দিন আম্মার। রবিবার (৫ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাগুলীগের রাবি সেক্রেটারি গালিব আমাকে অভিশাপ দিয়েছে। অভিশাপের পর থেকেই ক্ষুধা লাগে বেশি, মুখে রুচি আসছে, ঘুমাইতে গেলে চোখ বন্ধ হয়ে যায়, পানিতে নামলেই শরীর ভিজে যায়। এখন আমার কী হবে!’