বাংলাদেশি পেসারদের নিয়ে যা বললেন শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি
শাহিন আফ্রিদি  © সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন এখন শাহিন আফ্রিদি। বাঘা সব ব্যাটারদের বল হাতে খাবি খাইয়েছেন ক্যারিয়ারের এতটা দূর পর্যন্ত। চলমান বিপিএলে খেলতে এসেছেন শাহিন। বর্তমানে পাকিস্তানের এই পেসার রয়েছেন সিলেটে, খেলছেন ফরচুন বরিশালের হয়ে। গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ জয়ের পর এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে কথা প্রসঙ্গে শাহিন আফ্রিদি প্রশংসায় ভাসান টাইগার পেসারদের। 

শাহিন বলেন, ‘আমার মনে হয়, তাদের বেশ ভালো পেস আক্রমণ রয়েছে। (নাহিদ) রানা আছে, সে অনেক গতিশীল। তাকে এই শক্তিটা ধরে রাখতে হবে। লাল বলের ক্রিকেট আরও খেললে সে আরও পরিণত হবে। তাসকিন (আহমেদ) রয়েছে, সে দলের পেস ইউনিটের নেতা। আরও একজন আছে তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, এবাদত হোসেনও ছিল, যে কিনা চোটে ছিল। সে এখন সেরে উঠছে। ফলে আমার মনে হয় তাদের বেশ ভালো বোলিং ইউনিট রয়েছে।’

আরও পড়ুন: বিপিএলে শৃঙ্খলা ভেঙে দলের বাইরে সাব্বির

বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসার নিয়ে শাহিন বলেন, ‘এখ পর্যন্ত (বিপিএল) দারুণ উপভোগ করছি। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে। মাঠে দেখবেন দর্শকে ঠাসা থাকে। অনেক সাপোর্ট থাকে। ফলে বেশ ভালো সময় যাচ্ছে এবং অবশ্যই তামিম (ইকবাল) ভাইয়ের সঙ্গে।’

বাংলাদেশে এসে এখন পর্যন্ত বল হাতে চিরচেনা বিধ্বংসী রূপ দেখানো হয়নি শাহিন আফ্রিদির। বরিশালের হয়ে সেই ধার নেই শাহিনের বোলিংয়ে। এই নিয়ে চাপে আছেন কি না, এমন প্রশ্নে বললেন, ‘(হাসি) আসলে আমার কোনো চাপ নেই। অতীতে কী হয়েছে, ভবিষ্যতে কী হবে এসব নিয়ে আমি ভাবি না। আমি শুধু বর্তমান নিয়ে ভাবি। উইকেট না নিলেও সমস্যা নেই, আমি প্রসেস ধরে রাখার পক্ষে।’


সর্বশেষ সংবাদ