বিপিএলের নতুন রেকর্ড, এক ম্যাচেই ৩১ ছক্কা

রংপুরের ব্যাটার অ্যালেক্স হেলস
রংপুরের ব্যাটার অ্যালেক্স হেলস  © সংগৃহীত

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শুরু হয়েছি ছক্কার রেকর্ড দিয়ে। ঢাকা পর্বের প্রথম ম্যাচে ব্যাটাররা হাঁকিয়েছিলেন ২৯ ছক্কা। বিপিএলের সিলেট পর্বেও হলো চার-ছক্কার মিছিল, ভাঙল ২৯ ছক্কার রেকর্ড। তৈরি হলো ছক্কার নতুন রেকর্ড।

সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের ব্যাটাররা ছক্কা মেরেছেন ১৬টি, রংপুরের ১৫টি। বিপিএলের ইতিহাসে এক ম্যাচে ছক্কা হলো ৩১টি। এটি নতুন রেকর্ড।

আজ সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স ম্যাচে বোলারদের কাঁদিয়ে রান উৎসব করেছেন ব্যাটসম্যানরা। যে ম্যাচে ২০৫ রান করেও জিততে পারেনি সিলেট। ২০৬ রানের লক্ষ্যটা রংপুর ৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে চার ম্যাচে চতুর্থ জয় পেয়েছে। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। সিলেটে হারল দুই ম্যাচেই। 

অ্যালেক্স হেলসের ছক্কায় যখন শেষ হলো ম্যাচটি, ছক্কার নতুন রেকর্ড দেখে ফেলেছে বিপিএল। ম্যাচে এটি ছিল ৩১তম ছক্কা। বিপিএলে এক ম্যাচে এর আগে ২৯টির বেশি ছক্কা দেখেনি। ২৯ ছক্কার দুই ম্যাচের একটি আবার এবারের বিপিএলেরই। মিরপুরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৯টি ছক্কা। আজ সেটি ভেঙে তৈরি হলো নতুন রেকর্ড।

রংপুর রাইডার্সের ব্যাটাররা যেমন ছক্কা হাঁকিয়েছেন, তেমনই সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররাও হাঁকিয়েছেন। তবে বেশি ছক্কা মেরেছেন রংপুরের ব্যাটার অ্যালেক্স হেলস। ১০ চার ও ৭ ছক্কার ইনিংসে ৫৬ বলে ১১৩ রান করেন এই ইংলিশ ওপেনার। 


সর্বশেষ সংবাদ