বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার আবেদন শুরু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ AM
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে এ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু কয়েছে। অনলাইনের পাশাপাশি সরাসরিও আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে ৭ জানুয়ারি থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র দাখিল করা যাবে।
আরো পড়ুন: শিক্ষকদের অবসর ভাতার টাকা পেতে ভোগান্তির শেষ কোথায়?
সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনপত্রের হার্ড কপি আগামী ৩০ জানুয়ারি অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি সচিব, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকায় পৌঁছাতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে বলে জানানো হয়েছে।