জুলাই ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে নাও হতে পারে: প্রেস সচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ PM
জুলাই আন্দোলনের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণা নাও হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শফিকুল আলম জানান, জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে। আলোচনা শেষ হওয়ার পরই ঘোষণাপত্র তৈরি করা হবে। ১৫ জানুয়ারির মধ্যেই যে ঘোষণাপত্র চূড়ান্ত করা যাবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বর্তমানে পলিটিক্যাল ড্রাফটিংয়ের (রাজনৈতিক সংজ্ঞায়ন) কাজ জোরেশোরে চলছে।
তিনি বলেন, ‘আয়নাঘরে’ গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। সেখানে গেলে আপনারা (গণমাধ্যমকর্মীরা) দেখতে পাবেন কীভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে।
শফিকুল আলম বলেন, ‘বন্দিদের অনেকেই সেখানে (আয়নাঘরে) দিনের পর দিন আটকে থাকার কথা বন্দিশালায় লিখে রেখেছেন।’