মানারাত ইউনিভার্সিটিতে ‘হাউ টু প্রিপার ফর জব মার্কেট’ শীর্ষক সেমিনার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  © টিডিসি ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘হাউ টু প্রিপার ফর জব মার্কেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন নেবুলা ডিজিটালের এইচআর প্রজেক্টসের প্রধান ও গ্রামীণফোন লিমিটেডের সার্কেল অব এইচ বিভাগের সাবেক প্রধান সাব্বির আহমেদ।

এতে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে ভবিষ্যতে পেশাগত জীবনের জন্য প্রস্তুতি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মাহমুদ ও ড. মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

সেমিনারে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ