রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ PM
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসনের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে। সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না বলে কমিশন আশা করে। এছাড়াও ক্যাডার, জেলাপ্রশাসক এ ধরনের শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন।
আজ রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কমিশনের প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল মুয়ীদ চৌধুরী এসব কথা জানান।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা রাজনৈতিক কথা না বলতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন। আমলারা আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কাক কাকের মাংস খায় না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সংস্কার কমিশনের সদস্য ড. মোখলেস উর রহমান আরও বলেন, প্রশাসনে ক্যাডার শব্দটি একেবারে বাদ দিয়ে সিভিল সার্ভিস করার প্রস্তাব দেওয়া হবে। এসিল্যান্ড, রেজিস্ট্রি অফিস সম্পর্কে বাজে ধারণা আছে অনেকের। সেখান থেকে দুর্নীতি দূর করতে কিছু প্রস্তাবনা দেওয়া হবে। সাংবাদিক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসা হবে। মানুষ যে পরিবর্তন চায় তা করতেই এই সরকার এসেছে। এতদিনের অনিয়মের পেছনে দোষ সরকারি কর্মকর্তাদেরও আছে। সামনের দিনে আরও পরিবর্তন দেখা যাবে।