বুয়েটে ছাত্র রাজনীতির অনুমতি চেয়ে রিট

হাইকোর্ট
হাইকোর্ট  © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি করার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি। বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চে আজই রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।

জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক গণমাথ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুয়েট কর্তৃপক্ষ রাজনীতি নিষিদ্ধ করে যে নোটিশ দিয়েছিল, তা স্থগিত চাওয়া হয়েছে রিটে।

২০১৯ সালে বুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেন। তখন তিনি জানান, নীতিমালা অনুযায়ী শিক্ষক রাজনীতিরও সুযোগ নেই।

আরো পড়ুন: বুয়েট শিক্ষার্থীরা অপরাজনীতির বিরুদ্ধে: অধ্যাপক আরেফিন সিদ্দিক

এদিকে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে পরীক্ষা বর্জনসহ আন্দোলন করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। তবে অনতিবিলম্বে বুয়েটে ছাত্র রাজনীতি ফেরাতে আল্টিমেটাম দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

পাশাপাশি বুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির হলের সিট ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তিনি। রোববার কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ