রাজধানীতে রেলপথ অবরোধ করল ছাত্রদল

ছাত্রদলের মিছিল
ছাত্রদলের মিছিল   © সংগৃহীত

তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীর গোপীবাগ রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বুধবার সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে নেতাকর্মীরা রেলপথ অবরোধ ও পিকেটিং করে।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আউয়াল বলেন, তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বলেছেন, যদি আপনি বা আপনারা রাজপথে মিছিল-পিকেটিংয়ে অংশ নিতে না পারেন তাহলে প্রয়োজনে বাড়িতে অবস্থান নিন। আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন যানবাহন রাস্তায় চলবে না। এটাই হোক আপনার প্রতিবাদ।

আরও পড়ুন: মাধ্যমিকের ১০ কোটির বেশি বই ছাপা শুরুই হয়নি

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মহানগর ছাত্রদল নেতা খন্দকার আমান, মিরাজ হোসেন, সিয়াম, আশরাফুল আসাদ, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের মো. আবু সালেহ হিরোন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান-সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence