অবরোধের সমর্থনে শাহবাগ এলাকায় ছাত্রদলের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৬:২৩ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ০৬:২৮ PM
সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুর ২টার দিকে হাইকোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শাহবাগের মোড়ের আগ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। পরে মিছিল শেষে ছাত্রদলের নেতকর্মীরা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকে।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এমএম মুসা, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, যুগ্ম সম্পাদক মনজুর আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক হাসিবুল ইসলাম সজীব, যুগ্ম সম্পাদক রেহানা আক্তার শিরিন, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, আহি আহম্মেদ জুবায়ের, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হানিফ আলী, সহ ছাত্রী সম্পাদক জান্নাতুল ফেরদৌস নাসরিন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব শেখ, সদস্য শাহেদ আলম, সদস্য মোঃ মোবারক হোসেন,সাবেক সদস্য মোল্লা মোহাম্মদ জামাল ছাত্রদল নেতা মোহাম্মদ সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, শহীদুল্লাহ হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল হক নূর, সূর্যসেন হলের যুগ্ম সম্পাদক তানভীর হাসান, এ এফ রহমান হলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সেজান, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, এস এম হলের যুগ্ম সম্পাদক রেদওয়ান মাহদী জয়, বিজয় একাত্তর হলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন, রাহাত হোসেন, বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি এস এম নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক রিমু হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান চয়ন, ছাত্রনেতা ফরহাদ হোসেন, তেঁজগাঁও কলেজের ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সহ-সাধারণ নাজিমুদ্দিন, সহ সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা শামিম আহম্মেদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাশেদুজ্জামান তুফান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেত্রী উর্মি আক্তার ভূঁইয়া, হাতিরঝিল থানার সদস্য সচিব মেহেদী হাসান মীম, ছাত্রনেতা আনোয়ার হাসান বাবু, মহানগর পূর্ব ছাত্রদলের নবাব রাব্বিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মহানগরের প্রায় শতাধিক নেতৃবৃন্দ।