মানব কল্যাণে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম, এগিয়ে যাচ্ছে ঐক্য-বন্ধন

  © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, মোবাইল গেমিং এবং সুস্থ বিনোদনের অভাবে পিছিয়ে পড়ছে মফস্বল এলাকার হাজার হাজার শিক্ষার্থী। এসব তরুণ প্রজন্ম জড়িয়ে পড়ছে মাদক সংক্রান্ত অপরাধে, অসচেতনতায় বাড়ছে অপরাধ প্রবণতা। এমন অস্থির সময়ে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো, তথ্য প্রযুক্তি ব্যবহার, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা নিধনসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের জন্য যশোরে গড়ে ওঠে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধন।

বন্ধুত্বের অবসরের আলাপনে ২০১৯ সালে ১০ জন বন্ধুর ঐক্য জোটে ছোট পরিসরে টিফিনের টাকা জমিয়ে যাত্রা শুরু করে ঐক্য-বন্ধন নামের সংগঠনটি। তবে দিনে দিনে সংগঠনটির ব্যাপকতা বেড়েছে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা অর্ধশতাধিক। সদস্যের বেশিরভাগই নবম-দশম, একাদশ-দ্বাদশসহ স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।

আরও পড়ুন: ‘বিয়ের অনুষ্ঠান-মালামাল-বহিরাগত’ সব টানে পবিপ্রবির বাস

সংগঠনের কার্যক্রম ও পরিচালনা সম্পর্কে জানতে চাইলে ফিরোজ আল মামুন বলেন, শিক্ষার্থীদের টিফিনের টাকা, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের আর্থিক সহযোগিতায় আমাদের কার্যক্রম চলছে। করোনা সংক্রমণের কারণে সব কিছুতেই যখন স্থবিরতা, তখনও থেমে থাকেনি ঐক্য-বন্ধনের কার্যক্রম। নিজেদের সামর্থ্য অনুযায়ী বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছি। শুরু থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজার মানুষের কাছে ঐক্য-বন্ধনের সেবা পৌঁছাতে পেরেছি। 

সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মাহমুদ হাসান বলেন, বাংলাদেশ এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। পল্লীগ্রামের বেশিরভাগ শিক্ষার্থী তথ্য প্রযুক্তি, আধুনিক শিক্ষা ব্যবস্থা বা বিভিন্ন বিষয় থেকে পিছিয়ে। দেশের উন্নয়নের ধারক-বাহক ও চালক হিসেবে তাদের অবদান খুবই সীমিত। আর্থিক ভাবে শক্তিশালী হলে জেলার বিভিন্ন এলাকায় ঐক্য-বন্ধন ক্রিয়েটিভ স্কুল প্রতিষ্ঠার কাজ করব। সেখানে পল্লী গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে। প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়ায় অবদান রাখতে পারবে।

উল্লেখ্য, ঐক্য-বন্ধনের চলমান কার্যক্রমের মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, কুইজ প্রতিযোগিতা, তথ্য প্রযুক্তি ব্যবহার, রক্তদান কর্মসূচি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, ফ্রি মেডিকেল ক্যাম্প, গরীব-অসহায়দের পাশে দাঁড়ানো, ক্রীড়া সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, বাল্যবিয়ে-যৌতুক-মাদক ও দুর্নীতিবিরোধী প্রচারণামূলক কার্যক্রম। 


সর্বশেষ সংবাদ