দাখিলে ফেল থেকে পাস করলেন দেড় হাজার শিক্ষার্থী

মাদরাসা শিক্ষার্থী
মাদরাসা শিক্ষার্থী   © ফাইল ফটো

দাখিল পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন দেড় হাজারের বেশি শিক্ষার্থী। এছাড়া ৪ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

সোমবার দাখিল পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ মাদরাসা শিক্ষা বোর্ড।

প্রকাশিত ফলাফল অনুযায়ী,  ১ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫৯৭ জন। মোট ৪ হাজার ১৯৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২৩ হাজার ৬৬৫ জন দাখিল পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। তারা ৪৭ হাজার ৬৯৯টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। 

গত ২৮ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৭৪ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ২১৩ জন। 


সর্বশেষ সংবাদ